রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগান থানাধীন একটি বাসার ফ্রিজ থেকে মুখ বাঁধা অবস্থায় তাসলিমা আক্তার (৩৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে কলাবাগানের লন্ডন কলেজের পাশের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক। 

তাসলিমা আক্তারের স্বামীর নাম নজরুল ইসলাম।  স্বামী ও তিন মেয়েকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন তাসলিমা।  এ ঘটনার জন্য প্রাথমিকভাবে স্বামীকে সন্দেহ করছে পুলিশ।  মরদেহে জখমের চিহ্ন রয়েছে।  এ ঘটনার পর থেকে নজরুল পলাতক রয়েছেন। 

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলছেন, এই দম্পতির ১৭ ও ১৪ বছর বয়সী দুই মেয়ে রয়েছে।  রোববার (১২ অক্টোবর) রাতে দুই মেয়ে আলাদা ঘরে ঘুমিয়েছিল।  সকালে উঠে নজরুল ইসলাম দুই মেয়েকে ঘুম থেকে ডেকে তুলে বলেন, তোমাদের মা আরেকজনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে বাড়ি ছেড়েছেন।  এরপর তিনি দুই মেয়েকে নিয়ে তাদের ফুফুর (নজরুলের বোন) বাসায় রেখে আসেন।  পরে মেয়েরা মাকে ফোনে পায় না, বাবাকেও পায় না।  এ নিয়ে সন্দেহ হলে তারা মামাদের বিষয়টি জানায়।  পরে তাসলিমার ভাইয়েরা পুলিশকে জানালে সোমবার সন্ধ্যায় পুলিশ সেই বাসায় গিয়ে ডিপ ফ্রিজের ভেতরে তাসলিমার লাশ পায়। 

পুলিশ পরিদর্শক রফিকুল জানান, নজরুল তেমন কিছু করতেন না।  একসময় তার আদাবরে বাড়ি ছিল।  সেই বাড়ি বিক্রির টাকা ব্যাংকে রেখে লাভের টাকায় তিনি সংসার চালাতেন।

বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, কলাবাগান ফাস্ট লেনের একটি ভাড়া বাসার ফ্রিজ থেকে তাসলিমা আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।  এখন আমরা মরদেহ বাসা থেকে নামাচ্ছি।  এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।