রাজধানীর পল্লবীতে বুধবার ( ১২ নভেম্বর) দিবাগত মধ্যরাতে ট্রাস্ট পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ করছে দুর্বৃত্তরা। একই সঙ্গে বিভিন্ন পরিবহনের যাত্রীবাহী বাসেও আগুন দেয়ার ঘটনা ঘটছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন রাজধানীবাসী।