কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭ মার্চের একটি দেয়ালভাস্কর্য (রিলিফ স্কাল্পচার) ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উদ্যানের স্বাধীনতা জাদুঘরের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের এই ভাস্কর্য ভাঙচুর করা হয়।
জানা গেছে, বিকেলে ২৫-৩০ জন যুবকের একটি দল লাঠি-সোঁটা ও হাতুড়ি-শাবল নিয়ে উদ্যানের মধ্যবর্তী এলাকায় থাকা স্বাধীনতা জাদুঘরের উপরের অংশে থাকা দেয়ালভাস্কর্য ভাঙচুর করেন। এ সময় দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটিতে ভাঙচুর চালান তারা।
ভাস্কর্যটি ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া ভাষণের একটি প্রতিলিপি। এতে শেখ মুজিবুর রহমানকে বক্তৃতারত অবস্থায় দেখা যায়। দেয়ালভাস্কর্যটির সামনে ঐতিহাসিক ভাষণের গুরুত্বপূর্ণ ঘোষণা- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ খোদাই করা রয়েছে।