রাজধানীর মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
বুধবার (১৯ নভেম্বর) রাতে থানার সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
থানার কর্তব্যরত অফিসার এসআই আলফাজ আহমেদ গণমাধ্যমকে বলেন, ককটেল বিস্ফোরণের খবর আমরা পেয়েছি। তবে কতটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে তা বলতে পারছি না।
তিনি আরও বলেন, কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে।