দীর্ঘ আট বছর ধরে জঙ্গি দমন, বোমা শনাক্তকরণ ও বিভিন্ন উচ্চঝুঁকিপূর্ণ অভিযানে নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কাজ করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের তিন প্রশিক্ষিত কুকুর- ফিন, কোরি ও স্যাম। বয়সজনিত কারণে তাদের কর্মক্ষমতা কমে আসায় এবার তাদের অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। একই সঙ্গে এই তিন কুকুরকে নিলামে বিক্রি করার ঘোষণা দেওয়া হয়েছে।
ডিএমপির লজিস্টিকস শাখা এক বিজ্ঞপ্তিতে জানায়, ২৫ নভেম্বর মিরপুর-১৪ পুলিশ লাইন্সের ক্যানাইন ইউনিট প্রাঙ্গণে এই নিলাম অনুষ্ঠিত হবে। এতে ব্যবসায়ী, চুক্তিকারী এবং বিশেষ করে কুকুরপ্রেমীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সিটিটিসির গুরুত্বপূর্ণ অভিযানে বহু বছর ধরে এ কুকুরগুলো নানা বিপজ্জনক পরিস্থিতিতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে বলে জানিয়েছে পুলিশ। অবসরে যাওয়ার মাধ্যমে তাদের দীর্ঘ কর্মজীবনের আনুষ্ঠানিক ইতি ঘটছে।