আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার

রাজধানীর আদাবর এলাকার শীর্ষ ছিনতাইকারী রুবেল ওরফে চোরা রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে আদাবর থানার শেখেরটেক ৯ নম্বরের একটি গ্যারেজ থেকে তাকে আটক করা হয়।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার ওসি এস এম জাকারিয়া বলেন, ‘অটোরিকশা ছিনতাই চক্রের মূলহোতা রুবেল, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে। অভিযোগ যাচাই-বাছাই শেষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজি এ সবকিছু মিলিয়ে সম্প্রতি নিজস্ব একটি বাহিনী তৈরি করেছিল রুবেল। গোষ্ঠীটির সদস্যরা ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের অস্ত্রের মুখে মারধর করে রিকশা ছিনিয়ে নিত। সাম্প্রতিক সময়ে ভুক্তভোগীরা তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দেন।