ঢাকার ৩০০ ফিটে ট্রাকে আগুন

রাজধানী ঢাকার ৩০০ ফিট এলাকায় মাটি বোঝাই একটি ট্রাকে আগুন লাগার খবর পাওয়া গেছে। 

রোববার (২৩ নভেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকার ১নম্বর গেটের উল্টো দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাটি বোঝাই একটি ট্রাকে আগুন লাগার খবর পাওয়া গেলেও ফায়ার সার্ভিসকে কোনো কাজ করতে হয়নি। নৌবাহিনীর সদস্যরা পাশেই ছিলো। তারা দেখতে পেয়ে আগুন নিভিয়েছে।

তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।