রাজধানীর বনশ্রীতে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় (৬৫) বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধা নিহত হয়েছেন।
রোববার (২৩ নভেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে খিলগাঁও থানাধীন বনশ্রীর ফরাজী হাসপাতাল পুলিশ বক্সের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত পথচারী মো. হাসান জানান, রাতের অন্ধকারে দ্রুতগতির একটি ট্রাক ওই নারীকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন। পরে তাদের সহায়তায় রাত ১১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানাকে অবগত করা হয়েছে।