নরসিংদীর শীলমান্দিতে ‘এন আর স্পিনিং মিল’ নামে একটি সুতা তৈরির কারখানায় আগুন লাগার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার (৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে এই আগুনের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তেই গুদামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বিষয়টি নিশ্চিত করে নরসিংদী ফায়ার সার্ভিসের উপ পরিচালক শিমুল মোহাম্মদ রফি জানান, খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের ২টি এবং নরসিংদী সদর ফায়ার সার্ভিসের আরও ২টিসহ মোট ৪টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, কীভাবে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিক জানা যায়নি। তবে আগুনে মিলটির তুলা ও সূতা পুড়ে গেছে। আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ ও স্থানীয়রা।