পিরোজপুর-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেলেন অধ্যক্ষ আলমগীর হোসে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার বিবেচনায় তাকে এ আসনে মনোনয়ন দেয়া হয়েছে। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত অধ্যক্ষ আলমগীর হোসেন বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন।

মনোনয়ন ঘোষণার পর পিরোজপুর-১ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নেতাকর্মীরা আশা করছেন, তার নেতৃত্বে দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

মনোনয়ন প্রাপ্তির প্রতিক্রিয়ায় অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, দলের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবেই তিনি এই দায়িত্ব পেয়েছেন। তিনি জনগণের অধিকার রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার। 

গত বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার প্রার্থিতা ঘোষণা করেন।