চলছে উদ্ধার কাজ, বন্ধ ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল

জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের গফরগাঁওয়ে লাইনচ্যুতের ঘটনায় উদ্ধার কাজ চলছে। এতে বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল। 

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ জিআরপি পুলিশের পরিদর্শক মো. আকতার হোসেন। 

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করছেন। তাদের উপস্থিতিতে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার কাজ চলছে। বতর্মানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

এদিকে সকাল ৯টা ৪০ মিনিটে জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহ স্টেশনে এসে অবস্থান করে। এ সময় ঢাকা-ময়মনসিংহ রেলপথ বন্ধ থাকায় বিকল্প রুট হিসেবে গৌরীপুর, কিশোরগঞ্জ ও ভৈরব হয়ে দুপুরে সোয়া ১১টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানিয়েছে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপার আবদুল্লাহ আল হারুন। 

এছাড়া ঢাকা-ময়মনসিংহ রেলপথ বন্ধ থাকায় বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র।

তারা আরও জানান, ঢাকা-ময়মনসিংহ রেলপথ বন্ধ হয়ে পড়ায় ঢাকা-তারাকান্দি রুটের আন্ত:নগর অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৫নং) ট্রেন, তারাকান্দি-ঢাকা রুটের আন্ত:নগর অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৬নং) ট্রেন, দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটের আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৪নং) ট্রেন এবং নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকা রুটের আন্তঃনগর হাওর এক্সপ্রেস (৭৭৮নং) ট্রেন গুলোর যাত্রা বাতিল করা হয়েছে। ইতিমধ্যে এসব ট্রেনের টিকিটের মূল্য ফেরত পেতে অনলাইনে লগইন করে রিফান্ড গ্রহণের জন্য অনুরোধ করা হয় বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে।

রেলওয়ে স্টেশন ও  পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের ২ কিলোমিটার আগে সালটিয়া মাঠখোলা নামকস্থানে ট্রেন লাইনচ্যুত হয়। তারাকান্দি থেকে ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়। রেলপথের ওই স্থানটিতে ২০ ফুটের একটি লোহার দণ্ড দুপাশ থেকে নাট খুলে সরিয়ে ফেলা হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ সামনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এরপর থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

ময়মনসিংহ রেলওয়ের পরিবহন পরিদর্শক শাহীনুর ইসলাম বলেন, উদ্ধারকারী ট্রেন উদ্ধারকাজ শুরু করেছে। উদ্ধারকাজ শেষ হতে আরও ২ থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে।