তারেক রহমানের জনসভা সফল করতে ভৈরবে বিএনপির প্রস্তুতি সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আগামী ২২ জানুয়ারি কিশোরগঞ্জের ভৈরব সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই আগমন ও জনসভাকে সফল করতে বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ভৈরবের একটি কমিউনিটি সেন্টারে এক বিশাল প্রস্তুতিমূলক সভা করেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের মনোনীত প্রার্থী মো. শরীফুল আলম।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৩ আসনের প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৪ আসনের প্রার্থী এডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ-১ আসনের প্রার্থী মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের প্রার্থী এডভোকেট জালাল উদ্দীন এবং কিশোরগঞ্জ-৫ আসনের প্রার্থী সৈয়দ এহসানুল হুদাসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২২ জানুয়ারি বিকেলে ভৈরব স্টেডিয়ামে আয়োজিত জনসভাকে ‘জনসমুদ্রে’ পরিণত করা হবে। ওই জনসভায় কিশোরগঞ্জের ৬টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের জনগণের সাথে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। একইসঙ্গে নির্বাচন ও দেশের চলমান প্রেক্ষাপটে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে জানানো হয়।