ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে মাদক উদ্ধার সহ অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে মেদিনীপুর বিওপির নায়েব সুবেদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে সীমান্ত পিলার ৬৩/৭-এস সংলগ্ন এলাকায় মেদিনীপুর গ্রামের মো. সুমন বিশ্বাসের আমবাগান থেকে ভারতীয় ৪৪ বোতল মদ ও ২৩ বোতল ভিনসারেক্স সিরাপ উদ্ধার করা হয়।
একইদিন সন্ধ্যায় শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নায়েব সুবেদার মো. রমজান আলীর নেতৃত্বে নিয়মিত টহলকালে সীমান্ত পিলার ৬১/৮৮-আর সংলগ্ন চাপাতলা গ্রামের শরিফুলের কলাবাগান থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৪ পুরুষ, ৩ নারী ও ৩ শিশুসহ মোট ১০ জনকে আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ পারাপার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।