জামালপুরের অটোরিকশাকে ট্রাক চাপা, নিহত ৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরে নান্দিনায় ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার চারজন নিহত হয়েছেন। 

শুক্রবার দুপুরে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের রানাগাছা মুদিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত তিনজন। আহতদের নাম পরিচয় যায়নি।

নিহতরা হলেন উপজেলার কান্দারপাড়া গ্রামের মো. সোলায়মান (৫৫), আব্দুল মজিদ (৪৮), অটোরিকশা চালক জয়নাল (৪২) ও সাহেদ আলী।

মরদেহ উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। দুর্ঘটনার শিকার ট্রাক ও অটোরিকশা রাখা হয়েছে সদর থানায়।