বগুড়ায় জাতীয় শোক দিবসে দোকান পেল ১০ ভিক্ষুক

বগুড়া প্রতিনিধি: জাতীয় শোক দিবস উপলক্ষে ভিক্ষুকদের বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসন করার লক্ষ্যে বগুড়ায় ১০ ভিক্ষুককে পণ্যসহ দোকানঘর উপহার দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বগুড়া জিলা স্কুল প্রাঙ্গণে দোকানগুলো ভিক্ষুকদের হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।

জেলা সমাজসেবা অধিদপ্তর সূত্র জানায়, ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করার লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তর এ কর্মসংস্থান ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেছে। চলতি বছর ২৭ জন ভিক্ষুককে পুর্নবাসনের উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে জাতীয় শোক দিবস উপলক্ষে ১০ জনকে দোকানঘরের ব্যবস্থা করে দেয়া হয়।