জয়পুরহাটে শোক দিবসে বিজিবির চিকিৎসা সেবা প্রদান

জেলা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত জয়পুরহাটের ২০ বিজিবি ক্যাম্পের আয়োজনে টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে ২ শতাধিক দরিদ্র মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা পরিদর্শন করেন ২০ বিজিবি'র অধিনায়ক লে. কর্ণেল তানজিলুর রহমান ভুঁইয়া। এসময় উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মাসুদুর রহমান ও নায়েব সুবেদার সাইদুল বারী।

এছাড়া পাঁচবিবি বিশেষ ক্যাম্পে ২ শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন ২০ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্ণেল তানজিলুর রহমান ভুঁইয়া। এসময় উপস্থিত ছিলেন বিশেষ ক্যাম্পের কমান্ডার সুবেদার ওহেদুর রহমান।