হরিণের মাংস পাচারকালে আটক ২

বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবন থেকে হরিণের মাংস পাচারের সময় বাগেরহাটের রামপাল থেকে ২ পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয় সাড়ে ৬ কেজি হরিণের মাংস ও একটি মোটরসাইকেল। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে রামপাল থানায়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বাগেরহাটের রামপাল উপজেলা থেকে তাদেরকে আটক করা হয়।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, সুন্দরবনের হরিণ শিকার করে মাংস পাচারের সময়  সাড়ে ৬ কেজি হরিণের মাংসসহ সওকত আলী সরদার ও শেখ হেকমত আলীকে আটক করে রামপাল থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মামলার বাদী রামপাল থানার এস আই শ্রী রাশ কুন্ড জানান, আটককৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের মাধ্যমে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।