কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী মুসলিম পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রামের এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
জালালপুর গ্রামের মণিপুরী সম্প্রদায়ের মুসলিম মজিবুর রহমানের টিনের চালা ঘরে আগুন লেগে পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম তাঁতের শাড়ি বোনার মেশিন, কাপড়, নগদ টাকা, আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে।
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনদের আগুন নেভাতে সহায়তা করে। পরে কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ইউপি সদস্য আজিম মিয়া বলেন, আগুনে এই দরিদ্র পরিবারটি সর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেছে।আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন তাৎক্ষণিক ইউনিয়ন পরিষদের তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, আদমপুর ইউপি চেয়ারম্যানের মাধ্যমে অগ্নিকাণ্ডের বিষয়টি জেনেছি। দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা প্রদান করা হবে।