পাইকগাছায় জলবায়ু ন্যায্যতার দাবিতে সমাবেশ

খুলনার পাইকগাছায় জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) কপোতাক্ষ নদের পাড়ে অনুষ্ঠিত সমাবেশে পরিবেশ কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বিশ্ব জলবায়ু সম্মেলনকে সামনে রেখে ‘গ্লোবাল অ্যাকশন ডে’ উপলক্ষে ওয়াটারকিপার্স বাংলাদেশ, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, অনির্বাণ লাইব্রেরি এবং সচেতন সংস্থা যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে পরিবেশকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা, ধনী দেশগুলোর কাছ থেকে জলবায়ু ক্ষতিপূরণ আদায় করে ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলের উন্নয়নে ব্যয় করার আহ্বান জানান।

তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে দুর্যোগ ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে নদ-নদী দখল-দূষণ ও ভরাটের কারণে ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। মানুষের জীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাসস্থানসহ অন্যান্য সংকট সৃষ্টি হচ্ছে। ফলে মানুষের বাস্তুচ্যুতির সংখ্যা বাড়ছে। এই সংকট থেকে উত্তরণে কার্যকর পদক্ষেপ না নিলে অদূর ভবিষ্যতে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল জনশূন্য হয়ে পড়বে।

এছাড়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দ্রুত পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানান।

বক্তারা উপকূলের সংকটের কথা তুলে ধরে বলেন, মৃতপ্রায় শিবসা নদীর স্বাভাবিক প্রবাহ (জোয়ার-ভাটা) নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। এছাড়া কপোতাক্ষ নদের খনন কাজ দ্রুত শেষ করার দাবি জানান তারা।