স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বান্দরবানে শোভাযাত্রা

মহান বিজয় দিবস উপলক্ষে স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে বান্দরবানে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফজরুল রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন-জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক মজিবুর রশিদসহ সংস্থার কর্মকর্তারা।