বান্দরবান মুক্ত দিবস আজ

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর হানাদার মুক্ত হয় পার্বত্য জেলা বান্দরবান। জেলা শহরের বর্তমান পানি উন্নয়ন বোর্ডের অফিসে মুক্তিযোদ্ধারা বিজয়ের পতাকা উড়ান। 

রোয়াংছড়ির নোয়াপতং ইউনিয়নের ক্যানাইজুপাড়া এলাকায় পাকিস্তানি হানাদারের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সংঘর্ষে শহীদ হন মুক্তিযোদ্ধা টিএম আলী। তীব্র প্রতিরোধের মুখে সেখান থেকে হানাদাররা পিছু হটতে শুরু করে।

১৪ই ডিসেম্বর হানাদার মুক্ত হয় পার্বত্য জেলা বান্দরবান। ওই দিন মুক্তিকামী জনগণ জয়বাংলা স্লোগান দিয়ে আনন্দ উল্লাস করে বিজয়ের পতাকা উত্তোলন করে। তৎকালীন মহুকুমা প্রশাসক আবদুর শাকুরের নেতৃত্বে মুক্তিযোদ্ধা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা সেদিন বিজয়ের পতাকা উত্তোলন করেন।