‘প্রযুক্তির উৎকর্ষে গড়ে উঠুক স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে শরীয়তপুরে অনুষ্ঠিত হলো আইসিটি অলিম্পিয়াড।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে জেড এইচ সিকদার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. তালুকদার মোহাম্মদ লোকমান হাকিম।
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে আইসিটি অলিম্পিয়াডে ধাপে ধাপে মেধা যাচাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রফেসর আব্দুল খালেক, ড. মো. ইমরান পারভেজ খান, মো. মাহমুদ আলম, মো. মনিরুজ্জামান, খন্দকার তাহমিনা নিশাদ এলিন, জেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।