ময়মনসিংহের ধোবাউড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. জুবায়ের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, অফিসার ইনচার্জ চাঁন মিয়া, উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন প্রমুখ।