ভোলার চরফ্যাশনে হারুন নামে এক অটোরিক্সা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হারুন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনু পালোয়ানের ছেলে। পুলিশের ধারণা তাকে হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার মাদ্রাজ ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড হামিদপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী স্থান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
চরফ্যাশন থানার ওসি মো. শাখাওয়াত হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অন্য কোনো জায়গায় গলা কেটে হত্যা করে এই স্থানে মরদেহ ফেলে রেখে গেছে বলে ধারণা করছি। মরদেহ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।