সৈয়দপুরে দেওয়াল ধসে বালকের মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে দেওয়াল ধসে সামির হোসেন নামে এক বালকের মৃত্যু হয়েছে। সোমবার (১ জানুয়ারি) দুপুরে শহরের সাহেবপাড়া গেট বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সৈয়দপুর থানার ওসি শাহা আলম বলেন, সামির ও তার বন্ধুরা ব্যাটবল খেলার সময় বলটি পাশের একটি পুরাতন বাড়ির সানসেডে আটকে যায়। সামির বল নামাতে ওই সানসেডে উঠার চেষ্টাকালে দেওয়ালটি তার ওপর ধসে পড়ে। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে সামির মারা যায়।