পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে ৭ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আশারতলী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার (১৪ জানুয়ারি) নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান জানান, মাদকদ্রব্য উদ্ধার, সন্ত্রাস দমনসহ যে কোন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ৭ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একটি বিশেষ টিম সদর ইউনিয়নের আশারতলী সীমান্তে অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকজনকে পায়ে হেঁটে আশারতলী সীমান্ত থেকে বাংলাদেশের দিকে আসতে দেখলে পুলিশের বিশেষ টিম এবং গোয়েন্দারা তাদের চ্যালেঞ্জ করে। পরে তারা তাদের ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে উল্লেখিত ইয়াবা উদ্ধার করা হয়।