সৈয়দপুরে ঘন কুয়াশায় যান চলাচলে বিঘ্ন

ঘন কুয়াশার কারণে নীলফামারীসহ দেশের উত্তরাঞ্চলে দৃষ্টিসীমা কম থাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। ধীর গতির কারণে সড়ক পথে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা কোচগুলো ৪-৫ ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছাচ্ছে। নির্ধারিত সূচির ১ থেকে ২ ঘণ্টা দেরিতে চলাচল করছে ট্রেনগুলো।

বৃহস্পতিবার(২৫ জানুয়ারি) সকাল থেকে ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। এর ফলে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ বিমানসহ বেসরকারি কোম্পানির ৪টি ফ্লাইট সৈয়দপুরে অবতরণ করেনি।

নীলফামারী রেলওয়ে স্টেশন মাস্টার ওবায়দুল ইসলাম রতন জানান, ঘন কুয়াশার কারণে ধীর গতিতে চলাচল করছে। এতে ঢাকা-চিলাহাটি রুটের ‘নীলসাগর এক্সপ্রেস’ ও ‘চিলাহাটি এক্সপ্রেস’ এবং খুলনা-চিলাহাটি রুটের ‘রুপসা এক্সপ্রেস’ ও ’সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনগুলো ১ থেকে ২ ঘণ্টা দেরিতে চলাচল করছে। কুয়াশা কেটে গেলে এ সমস্যা থাকবে না বলে জানান তিনি।

রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি খান শরিফুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে হাইওয়ের পুলিশ সদস্যরা রাতে সড়কে টহল অব্যাহত রেখেছে। নৈশ কোচসহ বিভিন্ন যানবাহনের চালকদের গতিনিয়ন্ত্রণ করে চলাচলের পরামর্শ দেয়া হচ্ছে।