নিপাহ ভাইরাসে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু 

রাজশাহীতে নিপাহ ভাইরাস সংক্রমনে আবু আফজাল (৪৫) নামে ছাত্রদলের সাবেক এক নেতার মৃত্যু হয়েছে। তিনি বাঘা উপজেলার চাটারিয়া গ্রামের বাসিন্দা ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি। বুধবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

রামেক হাসপাতালের নার্সিং সুপারেনটেনডেন্ট সুফিয়া খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আফজাল গত ১৪ জানুয়ারি নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। সন্ধ্যায় তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।