ময়মনসিংহে আক্তারুজ্জামান বাচ্চুর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চুর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) তিনি জেলার গফরগাঁও ও পাগলা থানার বিভিন্ন ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন- গফরগাঁও উপজেলা বিএনপির সদস্য আতিকুল ইসলাম বাবুল, পাগলা থানা জাসাসের সভাপতি ও থানা বিএনপির সদস্য রেজাউল হক সিদ্দিকী খোকন, পাগলা থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান সুজন, গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হোসেন মনন, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা  জিয়াউল হক স্বপন প্রমুখ।

শীতবস্ত্র বিতরণের সময় বিএনপি নেতা আক্তারুজ্জামান বাচ্চু বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। আওয়ামী লীগ লুটপাটের রাজনীতি করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আমরা একদিকে জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করছি, অন্যদিকে সব সময় জনগণের পাশে ছিলাম, আছি, থাকব ইনশাআল্লাহ।