ধামরাইয়ে শীতবস্ত্র বিতরণ

ঢাকার ধামরাইয়ে এতিম, গরীব শিক্ষার্থী এবং দুস্থ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে আমেনা নূর ফাউন্ডেশন এ আয়ােজন করে। 

উপজেলার কুশুরা ডালিপাড়ায় নিজেদের প্রতিষ্ঠিত আব্দুল আজিজ জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় এতিম ও গরিব ছাত্র-ছাত্রীদের এবং কুনিকুশুরা এলাকায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এ সময় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও আব্দুল আজিজ জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলো জামান। শীতবস্ত্র বিতরণে আরও উপস্থিত ছিলেন আমেনা নূর ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নুর উন নাহার।