ঢাকার ধামরাইয়ে মাটি ব্যবসায়ীদের কবল থেকে নিজের তিন ফসলি কৃষি জমি রক্ষার জন্য আকুতি জানিয়েছেন এক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন।
উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের বেরশ গ্রামের স্কুল শিক্ষক আনন্দ মোহন বিশ্বাস ওই অভিযোগে বলেন, বেরশ এলাকায় তাদের প্রায় আড়াই একর তিন ফসলি কৃষি জমি রয়েছে। ওইসব জমিতে চলতি মৌসুমে বোরো ধান রোপণ করা হয়েছে। আশপাশের বিভিন্ন গ্রামের কতিপয় মাটি ব্যবসায়ী এলাকায় রাতের আধারে প্রভাব খাটিয়ে পাশের জমির মাটি কিনেছে। তারা খনন যন্ত্র ভেক্যু দিয়ে গভীর করে মাটি কেটে নিচ্ছে।
তিনি আরও বলেন, এতে করে তিনি নিজে ও তার ভাই গুরুপদ বিশ্বাসসহ অন্যদের রোপন করা ধানী জমির আইল ধ্বসে পড়তে শুরু করেছে। শুধু তাই নয় পাশের ধানী জমির মাটি বিক্রি করার জন্যও নানা হুমকি দিচ্ছে জমির মালিকদের। তিন ফসলি জমির মাটি কাটার প্রতিবাদ করায় নানা ভয়ভীতি ও হুমকিতে শিক্ষক তার পরিবারসহ নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।