স্মার্ট কৃষিতে এগিয়ে যাচ্ছে সরকার : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কৃষির দিকে এগিয়ে যাচ্ছে সরকার।মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে এসিআই কো-রোর ফ্রুট অ্যান্ড বেভারেজ ব্র্যান্ড সানকুইকের কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের স্বপ্নের মধ্যে স্মার্ট কৃষির উন্নয়ন রয়েছে। তাই স্মার্ট কৃষির উন্নয়নে যান্ত্রিকীকরণে অগ্রাধিকার দেওয়া, পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা করা এবং ফলনের ব্যবধান ও উৎপাদনশীলতা উন্নত করতে কৃষকদের তথ্য সরবরাহ করা।

আব্দুস শহীদ বলেন, দেশের কৃষিপণ্যের বাজারে বিদেশি বিনিয়োগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর সঙ্গে পণ্যের বৈচিত্র্য এসেছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার, এসিআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা।