জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোস্তাক আহমেদ নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জয়পুরহাট সদর উপজেলার আমদই সরকারপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারী মোস্তাক আহমেদ জয়পুরহাট সদর উপজেলার পাইকড় গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মোস্তাক আহমেদ পায়ে হেঁটে চৌমুহনী বাজারে যাচ্ছিলেন। পথে সরকারপুকুর এলাকায় চৌমুহনীগামী আলু বোঝাই একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে মোস্তাক ঘটনাস্থলেই নিহত হন।