ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত ঝালকাঠির কাঠালিয়ার সাংবাদিক তুষার হাওলাদারের (২৫) পরিবারকে আর্থিক অনুদান দেয়া হয়েছে।
কাঠালিয়া উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সোমবার (৪ মার্চ) নিহতের মা অঞ্জনা রানীর হাতে অনুদানের ৫০ হাজার টাকা তুলে দেন কাঠালিয়ার ইউএনও মো. নেছার উদ্দিন।
আমেরিকার ভার্জিনিয়া ভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের মানবাধিকার ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাভ শেয়ার বিডি’ এ অনুদান দিয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের ঝালকাঠির প্রতিনিধি আক্কাস সিকদার, স্বেচ্ছাসেবক আবু তাহের লিটনসহ অনেকেই।