শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেলেন কমলি রবিদাস

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার (৮ মার্চ) নানা ক্ষেত্রে অবদানের জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচজন জয়িতাকে সম্মাননা দেওয়া হয়। সেই সম্মাননায় ‘সফল জননী’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা পেয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জের কানিহাটির চা-শ্রমিক কমলি রবিদাস। তিনি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়েও সম্মাননা পেয়েছেন।

সম্মাননা পেয়ে আনন্দ প্রকাশ করে কমলি রবিদাস বলেন, জীবনে অনেক কষ্ট করেছি। হামার খুব আনন্দ লাগছে। এবার সরাসরি প্রধানমন্ত্রী হাত থেকে পুরস্কার গ্রহণ করায় এখন হামার কষ্ট দূর হয়েছে।

সংগ্রামী মায়ের উদ্যমী ছেলে সন্তোষ রবিদাস বলেন, মায়ের এমন অর্জনে আমি ভীষণ আনন্দিত। ‘মা সারাজীবন কষ্ট করেছেন। মায়ের এমন অর্জন, এর চেয়ে খুশির খবর আর কী হতে পারে?

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, কানিহাটি চা বাগানের কমলি রবিদাস একজন সংগ্রামী নারী। তার এই পুরস্কারে উপজেলাবাসী গর্ববোধ করছে।