‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তাদের স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই প্রতিপাদ্যে পার্বত্য জেলা শহরে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস। রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
শুক্রবার (১৫ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে দিবসটি উপলক্ষে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান।
এছাড়াও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দু, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ.দা.) রানা দেব নাথ, স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলার বিভিন্ন ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা ভোক্তা অধিকারের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। দৈনন্দিন জীবনের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ভোক্তাদের জন্য সহনশীল পর্যায়ে রাখাসহ পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহবান জানান তারা।