গাইবান্ধায় শুটারগান ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার

গাইবান্ধায় শুটারগান ও তাজা গুলিসহ তিন জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত ১৪ মার্চ দিবাগত ভোর রাতে সদর উপজেলার ১০ নম্বর ঘাগোয়া ইউনিয়নের সরকারপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে একটি দেশিয় একনলা শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, পুলিশ সুপার মো. কামাল হোসেন, পিপিএম।

পুলিশ সুপার  বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার উত্তর ঘাগোয়া সরকারপাড়া গ্রামের জাকির হোসেন ওরফে জাফরুলের দরজা জানালাবিহীন নির্মানাধীন একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কালো রংয়ের একটি দেশীয় এক নলা বিশিষ্ট ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় আসাদুজ্জামান হিরুকে আটক করা হয় এবং তার স্বীকারোক্তি অনুযায়ী আরও দুই জন গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে আদালতে পূর্বের বিভিন্ন অপরাধের আরও চারটি মামলা চলমান আছে। গ্রেপ্তার অপর দু’জন হচ্ছে- দাড়িয়াপুর গ্রামের মৃত আসমত মিয়ার ছেলে মোজাম্মেল এবং  উত্তর ঘাগোয়া সরকারপাড়া গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে খোকা মিয়া।