টাঙ্গাইলের মির্জাপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই নাজিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশার চালক তোফাজ্জল হোসেন। তিনি উপজেলার চান্দুলিয়া গ্রামের শফিউদ্দিনের ছেলে। অপর জন অটোরিকশার যাত্রী দেওহাটা বাকালী পাড়ার রতন বাকালীর ছেলে সুশান্ত বাকালী।
আহতদের মধ্যে দুইজনকে জেলার কুমুদিনী হাসপাতালে এবং একই পরিবারের তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কারখানায় কাজ শেষে অটোরিকশায় চড়ে বাড়ি ফিরছিলেন দুর্ঘটনার শিকার ব্যক্তিরা। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে আসা মাটিভর্তি একটি ডাম্পট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালক তোফাজ্জল হোসেনের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেয়। সেখানে সুশান্ত বাকালীর মৃত্যু হয়। আহত পাঁচজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে শওকত হোসেন, তার স্ত্রী লাকি বেগম ও নয় বছরের মেয়ে মরিয়ম আক্তারের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
গোড়াই হাইওয়ে থানার সার্জেন্ট আমিনুল ইসলাম জানান, ঘাতক ডাম্প ট্রাকটি আটক করতে পুলিশ কাজ করছেন।