শরীয়তপুর সদর হাসপাতালে শিশু মুসাফিরের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক শরীফ-উর রহমানকে কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে চিকিৎসক শরীফ-উর রহমানের বদলির বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান।
হাসপাতাল ও তদন্ত কমিটি সূত্রে জানা যায়, শরীয়তপুরের চরপালং এলাকার রাজিব ও রুবিনা দম্পতির শিশুপুত্র মুসাফির গত ১৩ মার্চ (বুধবার) রাতে ঠাণ্ডাজনিত সমস্যায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় কর্তব্যরত চিকিৎসক শরীফ-উর রহমানের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেন শিশুর স্বজনরা। বিষয়টি নিয়ে ঘটনার পরের দিন বৃহস্পতিবার দুপুরে তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত শেষে গত সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করেন ওই কমিটি। পরে বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চিকিৎসক শরীফ-উর রহমানকে শরীয়তপুর সদর হাসপাতাল থেকে সরিয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলির আদেশ দেওয়া হয়।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান বলেন, শিশু মুসাফিরের মৃত্যুর ঘটনার তদন্তে চিকিৎসক শরীফ-উর রহমানের অবহেলার বিষয়টি উঠে আসে। আমরা সেই তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয় পাঠালে গতকাল শরীফ-উর রহমানকে আমাদের হাসপাতাল থেকে সরিয়ে অন্যত্র বদলি করা হয়েছে। দুই-এক দিনের মধ্যে তাকে ছাড়পত্র দেয়া হবে।
এ ব্যাপারে শরীয়তপুর সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরান বলেন, শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসক শরীফ-উর রহমানের শাস্তির দাবী ও ক্ষতিপূরণ চেয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আমরা লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। নির্দেশনা আসার পরে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।