ফরিদপুরে ট্রাকচাপায় সালমান খান (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা আকাশ প্রামাণিক নামের অপর এক যুবক আহত হয়েছেন। আহত আকাশকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২৫ মার্চ) রাত ৯টায় ফরিদপুর জেলা সদরের গঙ্গাবর্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের আইয়ূব খানের ছেলে। আহত আকাশ সদর উপজেলার গঙ্গাবর্দী এলাকার জামাল প্রামাণিকের ছেলে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, মোটরসাইকেলে করে নিজ বাড়িতে যাচ্ছিলেন সালমান ও আকাশ। পথে ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই সালমান নিহত হন। গুরুতর আহত হন আকাশ প্রামাণিক নামের আরেক যুবক। আহত যুবককে উদ্ধার করে ফরিদপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।