সিলেটে কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, বৃষ্টির সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার পর ১০ থেকে ১৫ মিনিটের কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়।
সিলেট নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, প্রচণ্ড শব্দে মনে হয়েছিল ঘরের টিন ছিদ্র হয়ে যাচ্ছে। এ রকম বড় শিলাবৃষ্টি আগে কখনও দেখেননি।
সিলেট নগরীর রায়নগর এলাকার বাসিন্দা রফিক বলেন, ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টি শুরু হয়। হঠাৎ আমার সামনে বড় একটি শিল পড়ে। বৃষ্টি কমার পর হাতে নিয়ে অনুমান করি, ওজন হবে আধা কেজি।
এদিকে, এর আগে সিলেটে এরকম শিলাবৃষ্টিতে গাড়ির গ্লাস, টিনের চাল ফুটো হয়ে যায়। কারো কারো বাসা ক্ষতিগ্রস্ত হয়।
আগেই আবহাওয়া অধিদফতর সিলেট বিভাগে ঝড়ো হাওয়াসহ এই বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল।