সিলিন্ডার বিস্ফোরণ, মা-বাবার পথে গেলেন ছেলেও

ঢাকার ধামরাই পৌর শহরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৫ দিন  চিকিৎসাধীন থাকা অবস্থায় স্বামী-স্ত্রীসহ কলেজ পড়ুয়া ছেলেরও মৃত্যু হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে কিছুটা সুস্থ রয়েছে বলে জানা গেছে। 

অগ্নিদগ্ধ ছিলেন ইউনিয়ন স্বাস্থ্য সহকারী নূরুল ইসলাম নান্নু মিয়া (৬০), তার স্ত্রী সুফিয়া বেগম (৪৮), বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে সাথী আক্তার (২১) ও কলেজ পড়ুয়া ছেলে সোহাগ মিয়া (১৮)। 

এরমধ্যে সুফিয়া বেগম রোববার বিকেলে এবং নূরুল ইসলাম নান্নু সোমবার সকালের দিকে ও ছেলে সোহাগ দুপুরের দিকে মৃত্যু বরণ করেন। সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল ২৭ মার্চ ভোর রাতে সেহরি রান্না করার সময় ধামরাই পৌরশহরের মোকামটোলা মহল্লায়।নিহত নূরুল ইসলাম নান্নু উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের খাগাইল গ্রামের বাসিন্দা ছিলেন। 

জানা যায়, ২৭ মার্চ ভোর রাতে নূরুল ইসলাম নান্নুর  স্ত্রী সুফিয়া বেগম সেহরি রান্নার সময় রান্না ঘরে সিলিন্ডার গ্যাসের চুলায় অটো সুইচ অন করার সাথে সাথে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অন্যান্য রুমে থাকা সবাই বুঝে উঠার আগেই মূহূর্তের মধ্যেই অপর তিনটি কক্ষেই আগুন ছড়িয়ে পড়ে। এসময়  বিভিন্ন রুমে থাকা জিনিসপত্র পুড়ে যায় এবং নান্নুসহ পরিবারের সবাই  গুরুতর দগ্ধ হন।