এবার রেলের টি‌কেটে কোনো কা‌লোবাজারি হয়নি : রেলমন্ত্রী

ঈদযাত্রা নিরাপদ ও আরামদায়ক করতে রেলমন্ত্রণালয় তার সীমিত সামর্থ্যের মধ্যে যে ব্যবস্থা নিয়েছে তা আগের যেকোন সময়ের তুলনায় অনেক ভালো বলে উল্লেখ করেছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। তিনি বলেন, এবার যাত্রীদের টিকিট কালোবাজারি নিয়ে কোন অভিযোগ নেই।  দ্রুতই দর্শনা থে‌কে গোয়ালন্দ ঘাট পর্যন্ত এক‌টি সাটল ট্রেন চালুর কথা জানান মন্ত্রী।

শুক্রবার (৫ এপ্রিল) দুপু‌রে রাজবাড়ী জেলা প্রশাস‌ক স‌ম্মেলন ক‌ক্ষে প্রযু‌ক্তির সহায়তায় নারীর ক্ষমতায়‌নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার পক্ষ থে‌কে স্মার্ট উপহার হি‌সে‌বে রাজবাড়ী‌র ৩ উপ‌জেলার ৭৫ জন প্রশিক্ষণার্থীর মা‌ঝে ল‌্যাপটপ বিতরণ শে‌ষে তি‌নি সাংবা‌দিক‌দের এসব কথা বলেন ।

এর আগে জেলা প্রশাসকের স‌ম্মেলন ক‌ক্ষে জেলা প্রশাসন, তথ‌্য ও যোগাযোগ প্রযু‌ক্তি অ‌ধিদপ্তর এবং ব‌্যা‌বিলন রি‌সো‌র্সেস লি‌মি‌টেডের যৌথ আয়োজ‌নে ৭৫ জন প্রশিক্ষণর্থীর মা‌ঝে এ ল‌্যাপটপ বিতরণ করা হয়।

এতে জেলা প্রশাসক আবু কায়সার খান এর সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হিসে‌বে উপ‌স্থিত রেলমন্ত্রী মো. জিল্লুল হা‌কিম এম‌পি।

বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ী-১ আস‌নের এম‌পি কাজী কেরামত আলী, পু‌লিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, জেলা প‌রিষদ চেয়ারম‌্যান একেএম শ‌ফিকুল মো‌র্শেদ আরুজসহ অ‌নে‌কে।

এ সময় ল‌্যাপটপের যথাযথ ব‌্যবহা‌রের মাধ‌্যমে প্রযু‌ক্তি‌তে দেশ এগি‌য়ে নেওয়াসহ নারীর ক্ষমতায়‌নে ভূ‌মিকা রাখ‌তে ল‌্যাপটপ প্রাপ্ত‌দের সহ‌যো‌গিতা কামনা করা হয়।