ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাতে অপহরণের শিকার হয়েছেন লক্ষ্মীপুরের আইয়ুব খান রবিন (২৪)। তিনি ওই জাহাজের ইঞ্জিন ক্যাডেট পদে শিক্ষানবিশ হিসেবে কর্মরত ছিলেন। চট্টগ্রাম মেরিন একাডেমী থেকে পড়াশুনা শেষ করে প্রায় ১০ মাস আগে তিনি চট্টগ্রামের কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কেএসআরএম কোম্পানির এমভি আবদুল্লাহ নামক জাহাজে যোগদান করেন।
আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাইয়ে যাওয়ার পথে গত ১২ মার্চ ভারত মহাসাগরে বাংলাদেশি মালিকানাধীন এমভি আবদুল্লাহ জাহাজটি সোমালিয়ান জলদস্যুরা তাদের নিয়ন্ত্রণে নেয়। এ সময় জাহাজটিতে ২৩ জন ক্রু ছিলেন। অপহৃত জাহাজের ইঞ্জিন ক্যাডেট আইয়ুব খান রবিন রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা রাখালিয়া গ্রামের মরহুম আজহার মিয়ার ছেলে। তিন ভাই এক বোনের মধ্যে তিনি সবার ছোট। এদিকে এক মাস আগে স্বামীকে হারিয়ে শোক কাটতে না কাটতে ছেলের অপহরণের খবর শুনে বাকরুদ্ধ মা।
সম্প্রতি আইয়ুবের বাড়িতে গিয়ে দেখা যায় মাকে ছেলের জন্য আর্তনাদ করতে। আইয়ুবের পরিবারে এবার ঈদের কোনো ধরনের কেনাকাটা হয়নি। নেই ভালো কিছু রান্নার প্রস্তুতিও। অন্যবারের ঈদগুলোতে হাসি-খুশিতে মেতে থাকলেও এবারের ঈদ তাদের কাছে কান্নার। আদরের সন্তান জলদস্যুর বন্দিদশায় থাকায় পরিবারটিতে ঈদের আনন্দ যেন তলিয়ে গেছে মহাসাগরের অতলে।
কান্নাজড়িত কণ্ঠে হোমায়রা বেগম বলেন, আমি আমার বাবারে চাই। আমি আর কী চাইতাম। আমি দু’দিন ধরে কোরআন শরীফ জান-প্রাণ দিয়ে পড়ছি। আল্লাহ আপনি রহমত নাজিল করে দেন। আমার স্বামী মারা যাওয়ার ২০-২৫ দিন আগে সবশেষ আইয়ুব বাড়িতে এসেছিল। একদিন থেকেই চলে গেছে।
আইয়ুবের বন্ধু আবদুল্লাহ আল মারুফ বলেন, আইয়ুব খুব ভালো ছেলে। আমরা তাকে সুস্থ অবস্থায় ফিরে চাই। সে যেন দ্রুত আবার আমাদের মাঝে ফিরে আসে। আইয়ুবের প্রতিবেশী তারেক হোসেন বলেন, আইয়ুব চাচা ভালো মানুষ। আমাদের সঙ্গে খুব ভালো আচরণ এবং আমাদের সঙ্গে খেলাধুলা করতেন। আমরা তাকে দ্রুত ফেরত চাই।