বান্দরবানে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বাংলা নববর্ষ বরণে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে শোভাযাত্রাটি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দীন,পুলিশ সুপার সৈকত শাহীন, পৌর মেয়র মোঃ শামসুল ইসলাম সহ পাহাড়ি-বাঙালিসহ ১৪টি জাতিগোষ্ঠীর নারী-পুরুষেরা। তারা নিজস্ব পোশাকে ভিন্ন ভিন্ন সাজে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন।
শোভাযাত্রাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ইনিস্ট্রিটিউটে এসে শেষ হয়।
পরে পহেলা বৈশাখের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নাচে-গানে মাতিয়ে তোলেন পাহাড়ি-বাঙালি বিভিন্ন বয়সের শিল্পীরা।