কর্মস্থলমু‌খী যাত্রী ও যানবাহনের চাপ নেই দৌলত‌দিয়ায়

ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের চাপ নেই দেশের দ‌ক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলত‌দিয়া ঘাটে। সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে সাড়ে ৯টা পর্যন্ত দৌলত‌দিয়ার ঘাট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। এছাড়া দৌলত‌দিয়া ঘাটের জিরো পয়েন্টের সড়কেও দেখা যায়নি যাত্রীবা‌হী বাস বা পন‌্যবা‌হী ট্রাকের কোনো সি‌রিয়াল।

দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নে‌ৗরুটে বর্তমানে ছোট বড় ১৫টি বহর থাকলেও যানবাহন কম থাকায় ৮‌টি ফে‌রি ও ২০‌টি লঞ্চ চলাচল করছে।

কর্মস্থলমু‌খী যাত্রীরা বলেছেন, দে‌ৗলত‌দিয়ার সড়ক ও ফে‌রি ঘাটে কোনো সিরিয়াল নেই। সরাস‌রি তারা ঘাটে আসতে পারছেন। আগের মতো ঘণ্টার পর ঘণ্টা আর সি‌রিয়ালে থেকে ভোগা‌ন্তি পোহাতে হয় নাই। ঈদের আগে যেমন ভোগা‌ন্তি ছাড়া বাড়িতে গিয়েছিলাম, ঠিক তেম‌নিভাবে এখন ভোগা‌ন্তি ছাড়াই আবার ঢাকায় ফিরেছি। 

দৌলত‌দিয়া লঞ্চ ঘাট ম‌্যানাজার নুরুল আনোয়ার মিলন বলেছেন, যেভাবে যাত্রী আশা কর‌ছিলাম, সেভাবে যাত্রী আসছে না। যাত্রীর চাপ নেই। ঈদের পর এবার ছু‌টি বে‌শি হওয়ায় হয়তো যাত্রীর চাপ কম। আশা করছি, আগামীকাল যাত্রীর চাপ বাড়বে।

বিআইড‌ব্লিউটি‌সি দৌল‌তদিয়া ঘাট ব‌্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেছেন, যাত্রী ও যানবাহনের চাপ কম থাকায় ফে‌রিও কম চালাচ্ছেন। চাপ বাড়লে ফে‌রির সংখ‌্যাও বাড়ানো হবে। যানবাহন কম থাকায় দীর্ঘ সময় পর পর ফে‌রি পাটু‌রিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।