দাঁড়িয়ে থাকা ট্রাকে গ্যাসবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১

রাজবাড়ী সদরের রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কের চরলক্ষীপুরে সড়‌কে পা‌শে দা‌ঁড়ি‌য়ে থাকা এক‌টি পাট বোঝাই ট্রা‌কের পেছ‌নে এল‌পিজি গ‌্যাস বহনকারী ট্রা‌কের ধাক্কায় দী‌লিপ শিকদার (৪০) না‌মে একজন নিহত হ‌য়ে‌ছেন।

মঙ্গলবার দিবাগত ১২টার দি‌কে এ দুর্ঘটনা ঘ‌টে। নিহত  দী‌লিপ য‌শোরের আন্দলবাড়ীয়ার রন‌জিৎ শিকদা‌রের ছেলে।

স্থানীয় ও পাংশা হাইও‌য়ে পু‌লিশ জানায়, রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কের চরলক্ষীপুর আহম্মদ আলী মৃধা ক‌লেজ এলাকার সড়‌কের পা‌শে রাত ১২টার দি‌কে রাজবাড়ী অ‌ভিমুখ করে পাট বোঝাই ট্রাক‌টি দাঁড় ক‌রি‌য়ে চা পান কর‌তে যান ট্রাকের চালক ও সহকারী। এসময় কু‌ষ্টিয়ার দিক থেকে আসা এক‌টি এল‌পি‌জি গ‌্যাস বহনকারী ক‌্যা‌রিয়ার ট্রাক‌ এসে পাট বোঝাইকারী ট্রা‌কের পেছ‌নে ধাক্কা দেয়। এতে পাট বোঝাই ট্রাক‌টি সড়‌কের পা‌শে খা‌লে উল্টে প‌ড়ে যায় এবং গ‌্যাস বহনকারী ট্রা‌কের সাম‌নের অংশ দুমড়ে-মুচড়ে সহকারী (হেলপার) আটকা প‌ড়েন। 

স্থানীয়রা তা‌কে উদ্ধারের চেষ্টা ক‌রে ব‌্যর্থ হ‌লে ফায়ার সা‌ভি‌র্সের সদস‌্যরা এসে এলপিজি গ্যাস বহনকারী ট্রা‌কের জানালা কে‌টে তা‌কে বের ক‌রে রাজবাড়ী সদর হাসপাতা‌লে পাঠা‌ন। অবস্থার অবনতি হলে চি‌কিৎসকরা তা‌কে ফ‌রিদপুর বঙ্গবন্ধু শেখ মু‌জিব মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌ন। সেই হাসপাতালেও তাকে রাখা হয়নি। উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন সেখানকার চি‌কিৎসকেরা। ঢাকায় নেবার সময় প‌থেই মারা যান সেই ব্যক্তি।

পাংশা হাইও‌য়ে থানার এসআই ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম হাসানুজ্জামান ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, গ‌্যাস বহনকারী ট্রাক‌টি পাট বোঝাই ট্রা‌কের পেছনে ধাক্কা মে‌রে‌ছে। ত‌বে ঘটনার পর থে‌কে উভয় ট্রা‌কের চালক পলাতক র‌য়ে‌ছে।