টাঙ্গাইলে পৌরসভাসহ শহরের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ এপ্রিল) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো ঘটে। এসময় টাঙ্গাইল পৌরসভার সামনে, পৌর উদ্যান, আদালতপাড়া, ছয়আনী পুকুর পাড়, পুরাতন বাসস্ট্যান্ডসহ থানা পাড়া এলাকায় বিকট শব্দে ককটেলগুলো বিস্ফোরিত হয়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
ঘটনার পর পুলিশের মোটরসাইকেলের মোবাইল টিম শহরের বিভিন্ন পয়েন্টে টহল দেয়। এছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে।
এদিকে, বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল শহরে জেলা আওয়ামী লীগের দুই গ্রুপের পক্ষ থেকে আলাদাভাবে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের একাংশ সচেতন নাগরিক সমাজের ব্যানারে ধর্ষণ মামলার আসামি শহর আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া গোলাম কিবরিয়া বড় মনিরকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে সমাবেশের ডাক দেয়।
অপরদিকে একই সময়ে আওয়ামী লীগের আরেক অংশ জেলা শ্রমিক ফেডারেশনের ব্যানারে আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার আসামিদের বিচার দাবিতে সমাবেশের ডাক দেয়। এ দুই গ্রুপরে সমাবেশই টাঙ্গাইল পৌর উদ্যানে হওয়ার কথা রয়েছে।
তবে জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ পুলিশ পরিদর্শক হারেছ আলী বলেন, বৃহস্পতিবার পৌর উদ্যানে কাউকে সমাবেশ করার জন্য অনুমতি দেওয়া হয়নি।
শহরের বাসিন্দারা জানান, রাতে শহরে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হওয়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা শহরের বিভিন্নস্থানে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। আওয়ামী লীগের দুই গ্রুপের সমাবেশের কারণে এ ঘটনা ঘটতে পারে।
টাঙ্গাইল সদর থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, রাতে কে বা কারা এসব ঘটনা ঘটিয়েছে। পৌরসভার সামনে থেকে ককটেল সদৃশ দুইটি বিস্ফোরক পাওয়া গেছে। শহরে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।