মাদারীপুরে তীব্র দাবদাহে কৃষকের মৃত্যু

মাদারীপুরের ডাসারে তীব্র দাবদাহে হিটস্ট্রোকে সোমবার (২২ এপ্রিল) দুপুরে আজগর আলী বেপারী (৬০) নামে এক কৃষক মারা গেছেন। তিনি মাদারীপুরের ডাসার উপজেলার বনগ্রাম এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানিয়েছেন, ডাসারের বনগ্রাম এলাকার কৃষক আজগর আলী সকালে ক্ষেতে কৃষি কাজ করতে যান। দুপুরের দিকে তিনি ক্ষেতের মধ্যেই অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করেন। তিনি গরমে প্রচণ্ড ঘেমে যাচ্ছিলেন। বাড়িতে আনার পরই তিনি মারা যান।

ডাসার থানার ওসি শফিকুল ইসলাম জানান,তীব্র দাবদাহে একজন মারা যাওয়ার খবর পেয়েছি।