সিরাজগঞ্জে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু 

সিরাজগঞ্জের তাড়াশে আফসার আলী (৬৫) নামে এক কৃষক হিট স্ট্রোকে মারা গেছেন। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কালুপাড়া গ্রামের মাহাম আলীর 

মঙ্গলবার (২৩ এপ্রিল)  সকাল ৭টার দিকে কৃষক আফসার আলী কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবার পর তীব্র গরমে অসুস্থ হয়ে মারা যান। তার ছেলে স্থানীয়  সংবাদকর্মী মো. আব্দুস সালাম বিষয়টি খবর সংযোগকে নিশ্চিত করেছেন। 

তাড়াশ আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে  জানা গেছে, দেশের উপর দিয়ে বয়ে চলা তীব্র দাবদাহে জনজীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে। গত একদিনে এ উপজেলায় গড় তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে আগাম জাতের বোরো ধান কাটা শুরু হয়ে যাওয়ায়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মানতে পারছেন না কৃষক। ফলে তারা নির্দেশনা উপেক্ষা করে মাঠে পাকা ধান কাটতে ব্যস্ত হয়ে পরেছেন।